History
১.সিন্ধুসভ্যতা কে আবিষ্কার করেন?
-রাখালদাস বন্দ্যোপাধ্যায় ও দয়ারাম সাহানি।
২. সিন্ধু সভ্যতা কবে আবিষ্কৃত হয়?
1922 খ্রিস্টাব্দে সিন্ধু সভ্যতা আবিষ্কৃত হয়।
৩. সিন্ধু সভ্যতার পতনের কারণ কি?
বন্যা ও পরিবেশের পরিবর্তন।
৪. সিন্ধু সভ্যতার মানুষ কোন ধাতুর ব্যবহার করতেন?
ব্রোঞ্জ।
৫. হরপ্পা সভ্যতার প্রধান কেন্দ্র গুলি ভারতের কোন রাজ্যে কেন্দ্রীভূত ছিল?
পাঞ্জাব গুজরাট এবং রাজস্থানে।
৬. সিন্ধু সভ্যতা কি ধরনের সভ্যতা?
নগরকেন্দ্রিক সভ্যতা।