চন্ডীমঙ্গল কাব্য
Chandimongol kabya pdf
আদি কবি-
মানিক দত্ত- চন্ডীমঙ্গল কাব্য ধারার আদি কবি হলেন মানিক দত্ত। তার রচনায় কালকেতু ও ধনপতি উপাখ্যান সংক্ষিপ্ত আকারে বর্ণিত।
ষোড়শ শতাব্দী-
দ্বিজ মাধব- মঙ্গলকাব্য রচয়িতা দের মধ্যে দ্বিজমাধব অন্যতম। তিনি তাঁর কাব্যের নাম রেখেছিলেন ‘সারদামঙ্গল’ বা ‘সারদার চরিত’। দ্বিজমাধবের সারদামঙ্গল পাঁচালী ধরনের সংক্ষিপ্ত রচনা।
কবিকঙ্কন মুকুন্দ চক্রবর্তী- মধ্যযুগের বাংলা সাহিত্যের ধারায় অন্যতম শ্রেষ্ঠ কবি কবিকঙ্কন। কবি মুকুন্দ চক্রবর্তী তার স্বকীয় মৌলিকতা ও সৃজনশীলতার জন্য বাংলা সাহিত্যে চিরস্থায়ী আসন করে নিতে পেরেছেন। তার কাব্য ‘চন্ডীমঙ্গল’ নামে প্রচলিত হলেও আসলে এই কাব্যের নাম ‘অভয়ামঙ্গল’।
সপ্তদশ শতাব্দী-
দ্বিজ রামদেব- দ্বিজ রামদেব সপ্তদশ শতাব্দীর কবি। অধ্যাপক আশুতোষ দাস দ্বিজ রামদেবের ‘সারদাচরিত’ কাব্যের দুটি পুথি নোয়াখালি থেকে আবিষ্কার করেন।
অষ্টাদশ শতাব্দী-
রামানন্দ যতি- অষ্টাদশ শতাব্দীর শেষের দিকে রামানন্দ যতি নামক এক বৈষ্ণব সন্ন্যাসী চন্ডীমঙ্গল কাব্য রচনা করেছিলেন।
মুক্তারাম সেন- অষ্টাদশ শতাব্দীর চন্ডীমঙ্গলের অন্যতম প্রধান কবি মুক্তারাম সেন ।তাঁর কাব্যের নাম ‘সারদামঙ্গল’।